Participation in the Govt. Program

Bit Byte Participated in the DC Office Program, Khulna

মুজিব বর্ষে গত ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার খুলনার ডিসি অফিস মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের iDEA প্রকল্পের বৃহৎ আয়োজন “বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” এর খুলনা বিভাগীয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত অ্যাক্টিভেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) জনাব সৈয়দ রবিউল আলম, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জনাব মুন্সী মাহবুবুল আলম সোহাগ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা।

“বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট ২০২০ (বিগ)” এর কনটেস্টে আবেদন প্রক্রিয়া, নির্বাচন পদ্ধতি, পিচিং সম্পর্কিত নানা তথ্য উক্ত প্রোগ্রামে খুলনার উদ্ভাবকগণ এবং স্টার্টআপদের মাঝে ব্যাখ্যা করা হয়। পরিশেষে, “বিগ” সম্পর্কিত ভিডিও ডকুমেন্টারী সকলের মাঝে উপস্থাপন করা হয়। খুলনা বিভাগের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন iDEA প্রকল্পের সিনিয়র পরামর্শক সিদ্ধার্থ গোস্বামী এবং প্রকল্পের কর্মকর্তা জনাব আনিসুর রহমান। এছাড়া, অন্যান্যদের মধ্যে খুলনার তরুণ উদ্ভাবক ও স্টার্টআপসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট অ্যাক্টিভেশন ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আশিকুল ইসলাম শেখ মহোদয় তথ্য প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ কোম্পানীর প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত হয়ে অংশগ্রহন করেন।

(Image Ref: Bangabandhu Innovation Grant – BIG, Dc Office, Khulna

ICT Division, Bangladesh

Bangladesh Computer Council – BCC

Digital Bangladesh

Zunaid Ahmed Palak

#iDEA

#BIG

#Startupbangladesh

#BBCI