E-Learning

আলহামদুলিল্লাহ্। করোনাকালীন সময়ে বর্তমানে প্রতিদিনই তিনটি করে ব্যাচ e-learning পদ্ধতিতে (অনলাইনে) সম্পন্ন করছি আমরা।
এই মুহূর্তে আমাদের অনলাইনে চলমান ব্যাচসমূহ:

Course Title: Executive Microsoft Office Application
Batch ID: BBCI-EMOA104E [R-6] (সান্ধ্যকালীন)

Course Title: Freelancing & Outsourcing in Digital Marketing Strategies.
Batch ID: BBCI-PDMS102D [R-6]

Course Title: Freelancing & Outsourcing in Professional Graphic Design & Multimedia.
Batch ID: BBCI-PGDM107D [R-6]

Course Title: Freelancing & Outsourcing in Professional Graphic Design & Multimedia.
Batch ID: BBCI-PGDM108E [R-7] (সান্ধ্যকালীন)

ব্যাচ শেষে উপস্থিতির ভিত্তিতে প্রতিটি প্রশিক্ষনার্থীর সাথে ক্লাস ভিডিও টিউটোরিয়াল ও প্রয়োজনীয় নির্দেশনা শেয়ার করা হচ্ছে। এছাড়া প্রতিটি ক্লাসের আগে ও পরে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে প্রশিক্ষনার্থীদের প্রয়োজনীয় টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি আমরা। অনলাইনে চালু রয়েছে ডিজিটাল গ্রাহক সেবা। ফলে প্রশিক্ষনার্থীদের ডেস্ক এর পাশে যেয়ে সাপোর্ট ও তত্বাবধানের প্রয়োজনীয় চাহিদা বেশিরভাগই পূরণ হচ্ছে।
পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই যতদিন পরিস্থিতি অনুকূলে না আসে, সবার স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তা ঝুঁকির দিকে লক্ষ্য রেখে আমাদের চলমান ব্যবস্থা সরকারী নির্দেশনা অনুযায়ী অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।

যে কথা না বললেই না-
অফলাইন ক্লাসের মতো অনলাইন ক্লাসেও বিট বাইট এর প্রতিটি প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীর সবাই শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আন্তরিক রয়েছেন। আমরা তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাই।

বিট বাইট সবসময়ই গবেষণাধর্মী এবং কোয়ালিটি এডুকেশন এ বিশ্বাস করে। সময়োপযোগী প্রশিক্ষন ও যুক্তিসঙ্গত ব্যবস্থাপনার পাশাপাশি অংশগ্রহনকারী সবার সঠিক সচেতনতা উন্নত ভবিষ্যত গড়তে সহায়ক হচ্ছে।

“সময়মতো উন্নত প্রশিক্ষন আনে উন্নত জীবন।”

– বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট, খুলনা।
#BitByte #BBCI #eLearning #Zoom #Teamviewer #FacebookMesenger #Google #Gmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *