Collaboration with Government initiatives & Projects

DC Office Govt. Project at Bit Byte
জেলা প্রশাসন, খুলনা কর্তৃক আয়োজিত দলিত, হরিজন, হিজড়া, দুঃস্থ, বিধবা ও করোনাকালীন কর্মহীনদের জন্য ‘Income Generating Training on Freelancing and Outsourcing‘ শীর্ষক ২ সপ্তাহব্যাপী প্রশিক্ষনের আজ সমাপনী, সনদপত্র প্রদান অনুষ্ঠান আজ ১৭ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার জেলা প্রশাসক, খুলনা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
.
অনুষ্ঠানে সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা জনাব মোহাম্মদ হেলাল হোসেন পিএএ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপে সংযুক্ত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ জয়নুল বারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার, খুলনা জনাব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জনাব ড. মোঃ আবুল হোসেন।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়, খুলনা’র পরিচালক জনাব মোঃ আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জনাব মোঃ আহসান উল্লাহ শরিফী, জেলা সমাজসেবা কার্যালয়, খুলনা’র উপ-পরিচালক খান মোতাহার হোসেন, সাবেক মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবিরসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ আশিকুল ইসলাম শেখ ও এসএসআর মোঃ হাফিজুর রহমান।