May Day 2021

Labour Day - May Day
International Labour Day
ঐতিহাসিক ১ লা মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস)।
1889 সালে, মার্কসবাদী আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেস একটি দুর্দান্ত আন্তর্জাতিক বিক্ষোভের জন্য একটি প্রস্তাব গ্রহণ করেছিল যাতে তারা দাবি করেছিল যে, শ্রমিকদের প্রতিদিন আট ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে দেওয়া হবে না। এর পরে এটি একটি বার্ষিক ইভেন্টে পরিণত হয় এবং এরপর থেকে প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী সকল শ্রমিকদের অধিকার আদায় ও স্বার্থ সুরক্ষা উপলক্ষে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে পালিত হয়।
শ্রমিকদের অধিকার রক্ষার বিষয়টি আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুসারে জাতিসংঘের তত্বাবধানে সুরক্ষিত রয়েছে এবং এ কারনে দিবসটিতে সারা বিশ্বব্যাপী প্রতি বছর একটি থিম থাকে। করোনা পরিস্থিতির জন্য এ বছর বিশ্বব্যাপী কোনো একক থিম নেই।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে বিষয়টি প্রতিপালিত হবে। আমাদের দেশের জন্য এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’।
.
মে দিবস সফল হোক।
গৃহে ও গৃহের বাইরে সকল সৎ শ্রমিক মানুষ পাক উপযুক্ত মানবিক পরিবেশ, সম্মান। বিট বাইট কম্পিউটার্স এর ইনস্টিটিউট খুলনা এর পক্ষ থেকে সকল সৎ মেহনতি মানুষকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন।
.
বিট বাইট কম্পিউটার্স এন্ড ইনস্টিটিউট
২৭৩ খানজাহান আলী রোড, টুটপাড়া, খুলনা-৯১০০।
০১৩০৫-৫৪০৩০৩; ০১৯১৫-০৪৪১৬৮; ০২৪ ৭৭৭ ২৭৪৫১
ইমেইল: info.bbcinst@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *